bangla news

মা ও শিশু হাসপাতালে করোনা চিকিৎসা শুরু হচ্ছে শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০৫ ২:৪৩:৫৫ পিএম
চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল

চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল

চট্টগ্রাম: করোনার চিকিৎসায় বেসরকারি মা ও শিশু হাসপাতালে ১০টি আইসিইউসহ আইসোলেশন ওয়ার্ড চালু হচ্ছে শনিবার থেকে।

শুক্রবার (০৫ জুন) সকালে হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক এ তথ্য জানান।

তিনি বাংলানিউজকে বলেন, শনিবার আইসোলেশন ওয়ার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। হাসপাতালে আইসিইউ সুবিধাসহ মোট ২০ শয্যা প্রস্তুত করা হয়েছে। 

শিগগির মা ও শিশু হাসপাতালে নমুনা পরীক্ষা শুরু করা হবে বলেও জানান তিনি।

এর আগে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নবনির্মিত ভবনে ১০টি ভেন্টিলেটর সুবিধাসহ করোনা আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ০৫, ২০২০
এমএম/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-05 14:43:55