ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বেড়েছে চাল ও মাছের দাম

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৩, জুন ৫, ২০২০
বেড়েছে চাল ও মাছের দাম ফাইল ফটো

চট্টগ্রাম: করোনাকালে চালের বাজার অস্থির। দফায় দফায় বাড়ছে দাম। পাইকারি বাজার চাক্তাই ও পাহাড়তলীতে মিনিকেট, জিরাশাইল ও পাইজাম চালের দাম বস্তাপ্রতি ১০-২০ টাকা বেড়েছে। এছাড়া আতপ চাল ২ হাজার টাকা থেকে বেড়ে ২১শ টাকা, বেতি-২৯ ১৯শ টাকা থেকে বেড়ে ২ হাজার টাকা, নুরজাহান সিদ্ধ চাল ১৮শ টাকা থেকে বেড়ে ২ হাজার ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

চট্টগ্রাম রাইস মিল মালিক সমিতির সভাপতি শান্ত দাশগুপ্ত জানান, ঈদের পর থেকে চালের দাম বেড়েছে। নতুন চাল এলে দাম কিছুটা কমতে পারে।

এদিকে সন্ধ্যার পর বাজার বসানোয় নিষেধাজ্ঞা এখনও বলবৎ থাকায় চট্টগ্রামের বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। শুক্রবার (৫ জুন) বাজারে লইট্যা মাছ ১১০ টাকা, ছোট চিংড়ি ৫০০ টাকা, মাঝারি চিংড়ি ৬০০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, কাতাল ৩০০ টাকা, রুই ২৫০ টাকা, পাঙ্গাস ১৩০ টাকা, পাবদা ২০০ টাকা, ছোট ইলিশ ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ফাইল ফটোতবে বৈরী আবহাওয়ার মধ্যেও মাংস ও সবজির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। বাঁধাকপি প্রতিকেজি ২৫ টাকা, টমেটো ৩০ টাকা, বেগুন ৩৫ টাকা, ঝিঙা ৪০ টাকা, বরবটি ৩০ টাকা, কাঁকরোল ৪০ টাকা, পটল ৩০ টাকা, আলু ২৫ টাকা, ছোট কচু ৫০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, গাজর ২৫ টাকা, শসা ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৩০ টাকা, লেয়ার মুরগি ২০০ টাকা, প্রতিকেজি গরুর মাংস ৬৫০ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুন ০৫, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।