ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দেড় হাজার ত্রুটিপূর্ণ কিট ফেরত পাঠিয়েছে চবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুন ৪, ২০২০
দেড় হাজার ত্রুটিপূর্ণ কিট ফেরত পাঠিয়েছে চবি চবির করোনা ল্যাব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ১ হাজার ৫০০ পিসিআর কিট ফেরত পাঠিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর এসএম মনিরুল হাসান।

তিনি বলেন, গত দুই দিনে হাটহাজারী ও রাউজান থেকে প্রায় ২০০ নমুনা চবির করোনা ল্যাবে আসে।

গতকাল থেকে আমরা নমুনা পরীক্ষা শুরু করি। কিন্তু পরীক্ষার জন্য কিটগুলো মেশিনে দেওয়ার পর সব নমুনার ফলাফল পজিটিভ আসে।
এতে ল্যাব সংশ্লিষ্টদের সন্দেহ হলে পরীক্ষা করে কিটে ত্রুটি পাওয়া যায়।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরে কিটগুলো ফেরত পাঠানো হয়েছে। নতুন কিট আসলে আমরা পুনরায় করোনা পরীক্ষা শুরু করবো।

এর আগে গত ১ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ ল্যাবে করোনার নমুনা পরীক্ষার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।