ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপির কনস্টেবল মামুন করোনা পজিটিভ ছিলেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুন ৪, ২০২০
সিএমপির কনস্টেবল মামুন করোনা পজিটিভ ছিলেন

চট্টগ্রাম: করোনা উপসর্গ নিয়ে ১ জুন মারা যাওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল মামুন উদ্দিন করোনা পজিটিভ ছিলেন। মারা যাওয়ার পর মামুনের নমুনা পরীক্ষা করানো হয়।

বৃহস্পতিবার (৪ জুন) নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে বলে সিএমপির জনসংযোগ শাখা থেকে জানানো হয়।

মামুন উদ্দিনসহ এখন পর্যন্ত সিএমপির মোট তিন সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।

মামুন উদ্দিন (২৮) সিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত ছিলেন। করোনা উপসর্গ নিয়ে ১ জুন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মামুন উদ্দিনের বাড়ি ফেনী জেলার পরশুরাম থানাধীন নিজকালিকাপুর গ্রামে। তিনি ২০১২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া কনস্টেবল মামুন উদ্দিনের করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে। বৃহস্পতিবার আমরা তার রিপোর্ট পেয়েছি। মামুন উদ্দিনসহ এখন পর্যন্ত সিএমপির তিন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।