ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

করোনা উপসর্গ নিয়ে সিডিএ কর্মকর্তার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৫, জুন ৪, ২০২০
করোনা উপসর্গ নিয়ে সিডিএ কর্মকর্তার মৃত্যু সারোয়ার উদ্দিন আহমেদ

চট্টগ্রাম: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নগর পরিকল্পনাবিদ সারোয়ার উদ্দিন আহমেদ (৫৭) মৃত্যুবরণ করেছেন।

বুধবার (৩ জুন) বিকেল ৪টা ১৫ মিনিটে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এর আগে মঙ্গলবার সকালে শ্বাসকষ্ট নিয়ে নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি হন এই নগর পরিকল্পনাবিদ।

কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সেখান থেকে তাকে জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়।

সিডিএ'র নগর পরিকল্পনাবিদ আবু ঈছা আনসারী বাংলানিউজকে বলেন, সারোয়ার উদ্দিন আহমেদ হৃদরোগে অাক্রান্ত ছিলেন।

তার হার্টে রিং পরানো ছিলো। তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা জানা যায়নি। মৃত্যুর পর পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।