ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে রক্ত দিলো পুলিশ, তবুও বাঁচেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, জুন ৩, ২০২০
আহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে রক্ত দিলো পুলিশ, তবুও বাঁচেনি রক্ত দেন খুলশী থানার এসআই নুরুল আফসার

চট্টগ্রাম: নগরের জাকির হোসেন সড়কে কার্ভাড ভ্যানের চাপায় গুরুতর আহত হন এক বৃদ্ধ। তাকে হাসপাতালে নিয়ে গিয়ে রক্তও দেন খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আফসার। এরপরও মোহাম্মদ জাফর (৬৫) নামে ওই বৃদ্ধকে বাঁচানো গেলো না।

বুধবার (০৩ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটার পর ওই বৃদ্ধকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান ওই পুলিশ সদস্য। পরে সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার বাংলানিউজকে জানান, জাফর ফার্নিচারের রঙের কাজ করতেন। বায়েজিদ থানার আতুরার ডিপো জাঙ্গালপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

পরিত্রান তালুকদার বলেন, জাকির হোসেন রোডে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অফিসের সামনের রাস্তায় হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান জাফরকে চাপা দেয়। এতে দুই পায়ে গুরুতর জখম হন তিনি। জাফরকে চমেক হাসপাতালে নেওয়ার পর তার চিকিৎসার প্রয়োজনে রক্ত দেন এসআই নুরুল আফসার।

এসআই নুরুল আফসার বাংলানিউজকে বলেন, জাফরের দুই পায়ে প্রচুর রক্ত ঝরছিলো। আমি তারাতারি হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত দিই।   পরে আমার ছোট ভাইসহ আরও চারজন রক্ত দেন। তারপরও তাকে বাঁচানো যায়নি। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালকের সহকারী মো. আলমকে আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, জুন ০৩, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।