ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনায় কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুন ৩, ২০২০
করোনায় কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রাম: দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসের একজন রাজস্ব কর্মকর্তা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ খবরে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মীদের মধ্যে।

জসীম উদ্দিন মজুমদার নামের ওই কর্মকর্তা বুধবার (৩ জুন) ভোররাত ২টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি কর্মরত ছিলেন এছাহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি অফডকে।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

কাস্টম হাউসের এআইআর শাখার সহকারী কমিশনার নূর এ হাসনা সানজিদা অনসূয়া বাংলানিউজকে জানান, রাজস্ব কর্মকর্তার জানাজা ও দাফন ফেনী শহরের গ্রামের বাড়িতে সম্পন্ন হবেl

কাস্টম হাউসে এ পর্যন্ত ১৪ জন কর্মকর্তা কর্মচারীর করোনা শনাক্ত হয়েছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক উপদেষ্টা, এক সাবেক সাধারণ সম্পাদকসহ ৫ জন সদস্য মারা গেছেন করোনায়।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুন ০৩, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।