ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

করোনা: চট্টগ্রামে নতুন আক্রান্ত ২০৬ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৮, জুন ৩, ২০২০
করোনা: চট্টগ্রামে নতুন আক্রান্ত ২০৬ জন ...

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬২১ জনের নমুনা পরীক্ষা করে ২০৬ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত সংখ্যা ৩ হাজার ৩৯৪ জন।

মঙ্গলবার (২ জুন) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী বিআইটিআইডিতে ২৫২ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

এর মধ্যে ৩৬ জন চট্টগ্রাম নগরে এবং ২৩ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১১১ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

এর মধ্যে ৯ জন চট্টগ্রাম নগরে এবং ৫০ জন অন্যান্য উপজেলার।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ল্যাবে ২৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮৭ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে ৭৪ জন চট্টগ্রাম নগরে এবং ১৩ জন অন্যান্য উপজেলার।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে একজনের পজেটিভ শনাক্ত হয়।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, জুন ০৩, ২০২০
এমএম/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।