bangla news

সাইকেলের ধাক্কায় পড়ে গেলেন বাইকের চালক

​সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০২ ১:৫৮:৩৫ পিএম
 বাইসাইকেলের ধাক্কায় ছিটকে পড়েছেন মোটরসাইকেল আরোহী। ছবি: বাংলানিউজ

বাইসাইকেলের ধাক্কায় ছিটকে পড়েছেন মোটরসাইকেল আরোহী। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের টাইগারপাসে বাইসাইকেলের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ছিটকে পড়েছেন। এ সময় সামনে-পেছনে বড় গাড়ি থাকলেও পুলিশের হস্তক্ষেপে প্রাণে বেঁচে যান তিনি।

মঙ্গলবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী বাংলানিউজকে জানান, চোখের পলকে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। সামনে ছিলো মিনি ট্রাক, পেছনে বাস। দায়িত্বরত ট্রাফিক পুলিশ বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত গাড়িগুলো থামিয়ে দেন।

ট্রাফিক সার্জেন্ট পুলক দেব বাংলানিউজকে জানান, বৃষ্টির কারণে সড়ক কিছুটা পিচ্ছিল ছিলো। মোটরসাইকেল চালক ইস্পাহানি মোড়ের দিক থেকে দেওয়ানহাটের দিকে যাচ্ছিলেন। ওই মোটরসাইকেলের পেছনে একটি বাইসাইকেল ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। আমরা দ্রুত তাকে উদ্ধার করি।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জুন ০২, ২০২০
এআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-02 13:58:35