ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আল মানাহিল ফাউন্ডেশনে অ্যাম্বুলেন্স দিলেন দিদারুল আলম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুন ১, ২০২০
আল মানাহিল ফাউন্ডেশনে অ্যাম্বুলেন্স দিলেন দিদারুল আলম আল মানাহিল ফাউন্ডেশনে অ্যাম্বুলেন্স দিলেন দিদারুল আলম।

চট্টগ্রাম: মহামারী করোনা সংকট পরিস্থিতিতে মরদেহ দাফন ও সৎকার সম্পন্ন করছে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।

তাদের এ কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম তার ব্যক্তিগত তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন।

দিদারুল আলম বলেন, এই করোনা সংকটময় মুহুর্তে যখন মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন দাফন বা সৎকার কাজে অংশগ্রহণ করছেন না, সেই মুহূর্তে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ মানবতার সেবায় এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানাই।

তাদের এই মানব সেবা কার্যক্রম আরও বৃহৎ আকারে যাতে সম্পাদন করা যায়, সেজন্য এই অ্যাম্বুলেন্স দিয়েছি। সমাজের বিত্তবান সবাই এগিয়ে আসলে এই ধরণের মানবসেবামূলক কার্যক্রমে আরও গতি আসবে।

এ সময় উপস্থিত ছিলেন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন জমির উদ্দিন, মাওলানা হাফেজ সাহাব উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দিন, ক্বারি মবিনুল হক, মাওলানা জাহাঙ্গীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ১ জুন, ২০২০
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।