ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা উপসর্গ নিয়ে প্রাণ হারালেন হাসপাতাল কর্মচারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুন ১, ২০২০
করোনা উপসর্গ নিয়ে প্রাণ হারালেন হাসপাতাল কর্মচারী

চট্টগ্রাম: চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কর্মরত ৬০ বছর বয়সী এক কর্মচারীর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) সকাল ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন হাসপাতালটির মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব।

তিনি বলেন, করোনা উপসর্গ নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হন ওই কর্মচারী।

অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। সোমবার সকালে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৮৫ জন। রোববার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২২৪ জন।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জুন ০১, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad