ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আইসিইউ সাপোর্টের অভাবে হাজি ইউনুছের মৃত্যু!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জুন ১, ২০২০
আইসিইউ সাপোর্টের অভাবে হাজি ইউনুছের মৃত্যু!

চট্টগ্রাম: এছহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও উত্তর কাট্টলী নিকুঞ্জ আবাসিকের পরিচালক হাজি মোহাম্মদ ইউনুছ আইসিইউ সাপোর্ট না পেয়ে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ করেছে পরিবার।

রোববার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর।

তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (০১ জুন) নগরীর সল্টগোলা রেল ক্রসিং এলাকায় তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জানা গেছে, গত ২৫ মার্চ ঢাকার ইউনাইটেড হাসপাতাল থেকে সুস্থ হয়ে চট্টগ্রাম ফিরেন হাজি মোহাম্মদ ইউনুছ। এরপরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতি নেওয়া হলেও করোনা মহামারীর কারণে তা সম্ভব হয়নি।

পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, সম্প্রতি জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন হাজি ইউনুছ। রোববার (৩১ মে) সন্ধ্যায় তাকে নগরের জিইসি মোড় মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি না করানোয় রাত ৮টার দিকে মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাৎক্ষণিক আইসিইউ সাপোর্ট না পাওয়ায় অবস্থার অবনতি হয় এবং একপর্যায়ে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, জুন ০১, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।