ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অর্ধেক বিক্রি করার সিদ্ধান্তেও ২ ট্রেনে সিট অবিক্রিত ১৪৮টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মে ৩১, ২০২০
অর্ধেক বিক্রি করার সিদ্ধান্তেও ২ ট্রেনে সিট অবিক্রিত ১৪৮টি ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: করোনা ভাইরাসের সংক্রমণরোধে ট্রেনের অর্ধেক টিকিট বিক্রি করার সিদ্ধান্তের পরও সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে সিট বিক্রি হয়নি ১৪৮টি।

রোববার (৩১মে) সকাল ৭টায় সুবর্ণ এক্সপ্রেস ও বিকেল ৫টায় সোনার বাংলা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ৯০৮টি সিট থাকলেও সরকারি সিদ্ধান্তে অর্ধেক টিকিট অর্থাৎ ৪৫৪টি টিকিট বিক্রি করার সিদ্ধান্ত হয়।

এরপরও ওই ট্রেনে টিকিট বিক্রি হয় ৩৮৭টি, অবিক্রিত থাকে ৬৭টি টিকিট।

সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে ৫৯৪টি সিট থাকলেও একইভাবে সরকারি সিদ্ধান্তে বিক্রি করার সিদ্ধান্ত হয় ২৯৭টি টিকিট।

কিন্তু এরপরও এ ট্রেনে অবিক্রিত রয়ে যায় ৮১টি টিকিট।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ঠিক সময়ে ছেড়ে গেছে। তবে দুই ট্রেনে ১৪৮টি টিকিট অবিক্রিত রয়ে গেছে।

বাংলাদেশ সময়:২০৪২ ঘণ্টা, মে ৩১, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।