ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা উপসর্গ নিয়ে চবি কর্মচারীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ৩০, ২০২০
করোনা উপসর্গ নিয়ে চবি কর্মচারীর মৃত্যু ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রকৌশল দফতরের তৃতীয় শ্রেণির এক কর্মচারী মারা গেছেন।

শনিবার (৩০ মে) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ হুমায়ন ভুঁইয়া নামের ওই কর্মচারী মারা যান।

মোহাম্মদ হুমায়ন ভুঁইয়া বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটের পাশে একটি বাসায় থাকতেন।

তার মরদেহ গ্রামের বাড়ি ফেনীতে নেওয়া হয়েছে।

হৃদরোগে আক্রান্ত হুমায়ন ভুঁইয়ার শরীরে মৃত্যুর আগে জ্বর ছিলো বলে জানিয়েছেন চবি মেডিক্যাল সেন্টারের চীফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব।

ডা. মোহাম্মদ আবু তৈয়ব বাংলানিউজকে বলেন, ভোরে ওই কর্মচারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।

তার গায়ে জ্বর ছিল। চমেকে তার নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। করোনায় আক্রান্ত ছিলো কিনা তা রিপোর্ট দিলে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ৩০, ২০২০
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।