ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বেসরকারি হাসপাতালে রোগী ফেরত দিলে আইনি ব্যবস্থা: সিএমপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মে ৩০, ২০২০
বেসরকারি হাসপাতালে রোগী ফেরত দিলে আইনি ব্যবস্থা: সিএমপি

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতালগুলোতে যদি কোনো রোগী ফেরত দেওয়া হয় বা অবহেলার কারণে রোগী মারা যায় তবে ওই হাসপাতাল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার (৩০ মে) সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ভুক্তভোগীরা সিএমপির হটলাইনে ফোন করে বা সংশ্লিষ্ট থানায় অভিযোগ করলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে বাংলানিউজকে জানান সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক।

মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, সম্প্রতি কয়েকটি হাসপাতালে রোগীদের সঙ্গে এমন আচরণের বিষয় নজরে আসলে সিএমপি কমিশনার স্যার এ সিদ্ধান্ত নেন।

সিএমপির হটলাইন নম্বর হলো: ০১৪০০-৪০০ ৪০০, ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বাংলানিউজকে বলেন, করোনার এই সংকটময় মুহূর্তে কয়েকটি হাসপাতালে রোগী ভর্তি না নেওয়া এবং চিকিৎসা সেবা না পেয়ে মারা যাওয়ার মতো ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।

এটি অমানবিক। যেসব হাসপাতাল বা যারা এমন করছেন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।

তিনি বলেন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা দিনরাত কাজ করছেন। পুলিশ কাজ করছে। কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে। এমন অবস্থায় গুটিকয়েক হাসপাতাল অমানবিক কাজ করবে- তা মেনে নেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ৩০, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।