ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আন্দোলন করে বহিষ্কার, ইউএসটিসি কর্মচারীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, মে ৩০, ২০২০
আন্দোলন করে বহিষ্কার, ইউএসটিসি কর্মচারীদের বিক্ষোভ ইউএসটিসি কর্মচারীদের বিক্ষোভ

চট্টগ্রাম: ইউএসটিসির ৩৫ জন কর্মচারীকে বহিষ্কার করার প্রতিবাদ আন্দোলনে অংশ নেওয়ায় কর্মচারী ইউনিয়নের প্রথম সারির ৪ জনকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় শনিবার (৩০ মে) সকালে খুলশীতে ইউএসটিসি ক্যাম্পাসের সামনে অবস্থান নেন প্রতিষ্ঠানটির শতাধিক কর্মচারী। পরে তারা ইউএসটিসির চেয়ারম্যানের বাংলোর সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

ঘটনাস্থলে থাকা খুলশী থানার উপ-পরিদর্শক সেলিম আল দীন বাংলানিউজকে জানান, দেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরুতে ৩৫ জন কর্মচারীকে চাকরি থেকে বহিষ্কার করে ইউএসটিসি কর্তৃপক্ষ। বহিষ্কারের প্রতিবাদে কয়েকদিন আন্দোলন করেন কর্মচারীর ইউনিয়নের নেতাকর্মীরা।

ওই আন্দোলনে অংশ নেওয়ায় কর্মচারী ইউনিয়নের ৪ সদস্যের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে চারজনকেই বহিষ্কার করা হয়। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে ইউএসটিসির কর্মচারীরা আন্দোলন করছেন।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মে ৩০, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।