ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

প্লাজমা দিয়েও বাঁচানো গেল না করোনা রোগী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৭, মে ৩০, ২০২০
প্লাজমা দিয়েও বাঁচানো গেল না করোনা রোগী

চট্টগ্রাম: চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চন্দন দত্ত নামে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

শনিবার (৩০ মে) বেলা ১১ টায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। জীবন বাঁচাতে মৃত্যুর আগে প্লাজমা থেরাপিও দেওয়া হয় এই রোগীকে।

জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের  সিনিয়র কনসালটেন্ট আব্দুর রব বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ওই রোগীর মৃত্যু হয়েছে। তিনি করোনার পাশাপাশি ডায়াবেটিসে ভুগছিলেন।

গতকাল রোগীকে  প্লাজমা দেওয়ার পাশাপাশি আইসিইউ সাপোর্টে রাখা হয়। গত ২৪ মে হাসপাতালে ভর্তি হন নগরের কাট্টলী এলাকার এই বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘন্টা, মে ৩০, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।