ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা: চট্টগ্রামে আরও ১৫৯ জন আক্রান্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, মে ৩০, ২০২০
করোনা: চট্টগ্রামে আরও ১৫৯ জন আক্রান্ত প্রতীকী ছবি

চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৮৯টি নমুনা পরীক্ষা করে ১৫৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫৮৩ জন।

শুক্রবার (২৯ মে) রাত সোয়া ১২টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের মধ্যে ১১৫ জন চট্টগ্রাম নগরের এবং ৪৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন বলেন, মোট ১৫৯ জন আক্রান্তের মধ্যে ৯৭ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে এবং ৬১ জন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

তবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবের তথ্য এখনও পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, চমেক, সিভাসু এবং কক্সবাজার ল্যাবে যথাক্রমে ২৩১, ১৪১ এবং ১৭ টি নমুনা পরীক্ষা করা।

প্রসঙ্গত, চট্টগ্রামে এখন পর্যন্ত ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২০৫ জন। মৃত্যুবরণ করেছেন ৭৩ জন।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মে ৩০, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।