ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেক পুলিশ ফাঁড়ির ১০ সদস্য করোনা আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মে ২৯, ২০২০
চমেক পুলিশ ফাঁড়ির ১০ সদস্য করোনা আক্রান্ত ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ১৭ জন পুলিশ সদস্যের মধ্যে ১০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) পর্যন্ত করোনা পরীক্ষায় ১০ পুলিশ সদস্যের পজিটিভ আসে। এদের মধ্যে একজন সহকারী উপ-পরিদর্শকের অবস্থা আশঙ্কাজনক।

তাকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে মোট ১৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।

এর মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন।

মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, একজন সহকারী উপ-পরিদর্শকের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়:১৮৩৪ ঘন্টা, মে ২৯, ২০২০
এমএম/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।