ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনায় আক্রান্ত নবজাতক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মে ২৯, ২০২০
চট্টগ্রামে করোনায় আক্রান্ত নবজাতক

চট্টগ্রাম: মাত্র আগে পাঁচদিন আগে জন্ম নেওয়া নবজাতকের শরীরে ঘটেছে করোনা ভাইরাসের সংক্রমণ। বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় ওই নবজাতকের করোনা পজেটিভ আসে।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বাংলানিউজকে বলেন, মা আগে থেকে করোনা আক্রান্ত থাকায় শিশুরও করোনা পরীক্ষা করানো হয়। বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল এলে শিশুর শরীরেও কোভিড-১৯ শনাক্ত হয়।

এর আগে গত রোববার (২৪ মে) দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পুত্র সন্তান জন্ম দেন করোনা পজেটিভ মা। ওইদিন সকালে প্রসব বেদনা উঠলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু করোনা পজেটিভ রোগী হওয়ায় ওই নারীকে জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. জাহানারা শিখার নেতৃত্বে একটি টিম তার সিজারিয়ান অপারেশন করেন।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মে ২৯, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।