ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএসবিএ হাসপাতালে করোনা চিকিৎসা চালুর পরিকল্পনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মে ২৮, ২০২০
বিএসবিএ হাসপাতালে করোনা চিকিৎসা চালুর পরিকল্পনা ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: করোনায় আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে ভাটিয়ারীর বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ) হাসপাতালকে বিশেষায়িত করোনা চিকিৎসাকেন্দ্র হিসেবে চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) ৬ তলার ১০০ শয্যার হাসপাতালটি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোস্তফা খালেদ আহমেদ, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, হাসপাতালের পরিচালক মঈন শাহ এমরান, রাশেদুল আমীন, সীতাকুণ্ড থানার সার্কেল এসপি শম্পা সাহা, অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন মোল্লা প্রমুখ।

স্থানীয় জনগণ মনে করেন হাসপাতালটি যদি করোনা রোগীদের জন্য নেওয়া হয় তাহলে এলাকার মানুষের বড় উপকার হবে। এ মুহূর্তে সীতাকুণ্ড হচ্ছে করোনার হট স্পট।

সীতাকুণ্ডে প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।

চসিক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে হাসপাতালটিতে ১০০ বেডের আইসোলেশন ওয়ার্ড চালুর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যেই এ হাসপাতালে করোনা রোগীদের সেবা দেওয়া শুরু করা যাবে।

মেয়র বলেন, সেবার মান ও পরিসর বৃদ্ধি করতে আমরা নগরের ১২টি পয়েন্টে করোনা টেস্টিং বুথ চালু করছি। ব্র্যাক বাংলাদেশের সহায়তায় বুথগুলো পরিচালিত হবে। তা ছাড়া পাঁচটি হাসপাতালে করোনা বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মেয়র প্রথম ধাপে ৬টি করোনা টেস্টিং বুথ বসানোর স্থান পরিদর্শন করেন। ব্র্যাকের সহায়তায় চট্টগ্রাম প্রেস ক্লাব, কাট্টলী নুরুল হক উচ্চ বিদ্যালয়, পতেঙ্গা, ফিরিঙ্গি বাজার, চান্দগাঁও এবং বিবির হাটে ৬টি বুথ স্থাপিত হচ্ছে।

এ সময় ব্র্যাকের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হানিফ, ডা. মোহাম্মদ আলী, তপন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মেয়র জাকির হোসেন রোডের হলি ক্রিসেন্ট হাসপাতালও পরিদর্শন করেন এবং এ হাসপাতালে শুক্রবার থেকে সেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বর্তমানে চট্টগ্রামে ২২শ' করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ২৮, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।