ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম থেকে ট্রেন চালুর প্রস্তুতি চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মে ২৮, ২০২০
চট্টগ্রাম থেকে ট্রেন চালুর প্রস্তুতি চলছে

চট্টগ্রাম: ৩১ মে থেকে যাত্রীবাহী ট্রেন চালানোর লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা।

বৃহস্পতাবার (২৮ মে) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভিআইপি কক্ষে এ প্রস্তুতি সভা করা হয়।

প্রস্তুতি সভায় ট্রেনের টিকিট বিক্রির সময় যেন স্টেশনে নিরাপদ দূরত্ব বজায় থাকে সেজন্য গোল চিহ্ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব রকমের নির্দেশনা যেন বজায় থাকে সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, ইতিমধ্যে আমরা স্টেশনে গোল চিহ্ন দেওয়ার কাজ শুরু করেছি।

টিকিট নেওয়ার সময় যাত্রীদের মধ্যে যেন নিরাপদ দূরত্ব বজায় থাকে সেজন্য এ গোল চিহ্ন দেওয়া হচ্ছে।

প্রস্তুতি সভা।  ছবি: বাংলানিউজ

রেলওয়ে পূর্বাঞ্চলে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বাংলানিউজকে বলেন, ট্রেন চালুর জন্য সবরকমের প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। যাত্রীরা ট্রেনে উঠার সময় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার, মুখে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা নিশ্চিত করা হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, ৩১ মে থেকে ট্রেন চালুর বিষয়ে মন্ত্রী মহোদয়ের সিদ্ধান্ত মিডিয়ার মাধ্যমে জেনেছি। তবে এখনো লিখিত নির্দেশনা পাইনি। হয়তো আজকের মধ্যে নির্দেশনা পেয়ে যাবো। লিখিত নির্দেশনা পেলে কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে সেটি জানতে পারবো।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মে ২৮, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।