ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জামালখানে রিকশা উল্টে হাত-পা ভাঙলো শিশুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মে ২৮, ২০২০
জামালখানে রিকশা উল্টে হাত-পা ভাঙলো শিশুর

চট্টগ্রাম: নগরের জামালখানে রিকশা উল্টে হাত-পা ভেঙে গেছে তাসলিমা (১০) নামের এক শিশুর। ৯৯৯ নম্বরে কল পেয়ে ফায়ার সার্ভিসের অ্যাম্বুল্যান্স এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে দিয়েছে। 

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে জামালখান মোড়ে একটি রিকশা উল্টে যায়। একজন পথচারী এ সময় ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানায়।

কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের অ্যাম্বুল্যান্স এসে ওই রিকশাযাত্রীদের উদ্ধার করে।  

রিকশায় তাসলিমার সঙ্গে তার মা পিংকী আকতারও ছিলেন।

তবে হাত-পা ভেঙে গেছে শিশুটির। তাদের চমেক হাসপাতালে ভর্তি করে দিয়েছে ফায়ার সার্ভিস।   

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মে ২৮, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।