ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় সম্পত্তির বিরোধে কিশোর খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৬, মে ২৭, ২০২০
আনোয়ারায় সম্পত্তির বিরোধে কিশোর খুন

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় পশ্চিম বৈরাগ এলাকায় প্রতিবেশিদের সঙ্গে জায়গা সম্পত্তির বিরোধের জেরে মারামারিতে মাসুদুল আলম (১৬) নামে এক কিশোর খুন হয়েছে।

বুধবার (২৭ মে) সকালে পশ্চিম বৈরাগ কুলদীপ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুদুল আলম পশ্চিম বৈরাগ কুলদীপ পাড়ার আলম আনোয়ারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বাংলানিউজকে বলেন, পশ্চিম বৈরাগ এলাকায় প্রতিবেশিদের সঙ্গে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মারামারিতে মাসুদুল আলম নিহত হয়েছে।  তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এসআই মোবারক হোসেন জানান, মাসুদুল আলমের পরিবারের সঙ্গে তার প্রতিবেশি এমরান, হারুনদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।  এর জের ধরে বুধবার সকালে মারামারিতে জড়ায় দুই পক্ষ। প্রতিপক্ষের লাঠির আঘাতে মাসুদুল আলমের মৃত্যু হয়।

এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের বা জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান এসআই মোবারক হোসেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ২৭, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।