ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, মে ২৬, ২০২০
জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু

চট্টগ্রাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সাবেক ফুটবলার মোহাম্মদ হাশেম (৭৪) মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (২৬ মে) সকালে হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও সাবেক ফুটবলার মোহাম্মদ হাশেম কক্সবাজার শহরের টেকপাড়া মাস্টার বাড়ির মোহাম্মদ জাকারিয়া মাস্টারের সন্তান।

গত ১৭ মে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হলে তাকে দ্রুত কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হয়। ফৌজদারহাটের বিআইটিআইডিতে তার চিকিৎসা শুরু হয়।

পরে অবস্থার অবনতি ঘটলে সোমবার (২৫ মে) তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ২৬, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।