ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পালানোর চেষ্টা করোনা রোগীর, ধরে হাসপাতালে পাঠালো পুলিশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মে ২৬, ২০২০
পালানোর চেষ্টা করোনা রোগীর, ধরে হাসপাতালে পাঠালো পুলিশ ফাইল ছবি

চট্টগ্রাম: চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে রাতের অন্ধকারে পালানোর সময় করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীকে ধরে ফের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (২৬ মে) রাতে নগরের আন্দরকিল্লা মোড়ে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ১১টার দিকে পালিয়ে যাওয়া ওই রোগী আন্দরকিল্লা মোড়ে পায়চারী করছিলেন।

 দূর থেকে দুই পুলিশ সদস্য তাকে চিনতে পেরে কৌশলে আটকে রাখে। পরে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ফেরত পাঠায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, সোমবার তাকে আমরা হাসপাতালে দেখতে পাই। পরে মঙ্গলবার রাতে আন্দরকিল্লা মোড়ে তাকে দেখে চিনতে পারি।

তিনি জানান, পায়চারী করার সময় তাকে কৌশলে আটকে রাখা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে জেনারেল হাসপাতালে ফেরত পাঠানো হয়।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল বাংলানিউজকে বলেন, গতকাল রাতে এক রোগী পালিয়ে যান। তাকে পরে পুলিশ হাসপাতালে পৌঁছে দেয়। তার মানসিক সমস্যা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মে ২৬,২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।