ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে মেম্বার হত্যার মামলায় চেয়ারম্যান গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মে ২৬, ২০২০
চট্টগ্রামে মেম্বার হত্যার মামলায় চেয়ারম্যান গ্রেফতার

চট্টগ্রাম: ফটিকছড়িতে ইউপি সদস্যকে (মেম্বার) গুলি করে হত্যার মামলায় খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) সকালে চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকা থেকে চেয়ারম্যান সোহরাব হোসেন এবং গতকাল রাতে নিজ এলাকা থেকে আবুল বশর নামে একজনকে গ্রেফতার করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই চেয়ারম্যানকে চট্টগ্রাম শহর থেকে এবং অন্যজনকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার সকালে ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গুলি করে হত্যা করা হয় ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জব্বারকে।

এ ঘটনায় তার ভাই বাদি হয়ে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় সোহরাব হোসেনসহ ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩২ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘন্টা, মে ২৬, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।