bangla news

চট্টগ্রামে ঈদের দিন করোনায় আক্রান্ত ১৭৯ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৫ ১১:৫৮:১৯ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম: চট্টগ্রামে ঈদের দিনে দুটি ল্যাবে করোনা শনাক্তের নমুনা পরীক্ষায় ১৭৯ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

সোমবার (২৫ মে) রাত পৌনে ১১টায় সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামে আজ দুটি ল্যাবে ৩৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে ৫৫টি এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৩২৫টি নমুনা পরীক্ষা করা হয়।

তবে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ রাখা হয়। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

তিনি আরও বলেন, এই দু’টি ল্যাবে ১৭৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬৭ জন নগর এবং ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

প্রসঙ্গত, চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৮৭ জন। মৃত্যুবরণ করেছেন ৫৮ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৭৯ জন।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, মে ২৫, ২০২০
এমএম/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-25 23:58:19