ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ঈদের দিন ইউপি সদস্যকে গুলি করে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, মে ২৫, ২০২০
ঈদের দিন ইউপি সদস্যকে গুলি করে হত্যা

চট্টগ্রাম: ফটিকছড়িতে মোহাম্মদ জাব্বার নামে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে চৌমুহনী বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত জাব্বার ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, জাব্বারের সঙ্গে খিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেনের বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।

তিনি বলেন, তারা দুই জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমরা এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ২৫, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।