ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আরও ৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, মে ২৫, ২০২০
চট্টগ্রামে আরও ৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত প্রতীকী ছবি

চট্টগ্রাম: নমুনা পরীক্ষায় চট্টগ্রামে আরও ৬৫ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে।

রোববার (২৪ মে) রাতে এই তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

তিনি বলেন, চট্টগ্রামের বিআইটিআইডি, সিভাসু, চমেক এবং কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে মোট ২৬৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে ৬৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এর মধ্যে ৪৪ জন নগর এবং ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, ৬৫ জন নতুন শনাক্ত রোগীর মধ্যে বিআইটিআইডি ল্যাবে ৩৫ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। সিভাসু ও কক্সবাজার ল্যাবে নতুন করে রোগী শনাক্ত হয়নি।

প্রসঙ্গত, চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৭১০ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৫৩ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৬০ জন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘন্টা, মে ২৫, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।