ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনায় আক্রান্ত নারীর সুস্থ সন্তান প্রসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, মে ২৪, ২০২০
করোনায় আক্রান্ত নারীর সুস্থ সন্তান প্রসব ফাইল ছবি

চট্টগ্রাম: চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত এক নারী সুস্থ সন্তান প্রসব করেছেন।

রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে সিজারিয়ান অস্ত্রপাচারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

বর্তমানে মা-ছেলে দুইজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।

নবজাতকের জন্ম দেয়া ৩২ বছর বয়সী করোনায় আক্রান্ত ওই নারী নগরের খুলশী থানার আব্দুল মালেক সোসাইটি এলাকার বাসিন্দা।

রোববার সকালে প্রসব বেদনা উঠলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু করোনা পজেটিভ রোগী হওয়ায় ওই নারীকে জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

পরে জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. জাহানারা শিখার নেতৃত্বে একটি টিম তার অস্ত্রপাচার করেন।

সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বাংলানিউজকে বলেন, চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো নারীর সিজারিয়ান অস্ত্রপাচার এটিই প্রথম। প্রসূতি ও সন্তান সুস্থ আছেন। তাদের সার্বক্ষণিক দেখাশুনা করছেন কর্তব্যরত চিকিৎসক ও নার্স।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, মে ২৪, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।