ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আল-মানাহিল ফাউন্ডেশনের ইফতার ও মাস্ক বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, মে ২৪, ২০২০
আল-মানাহিল ফাউন্ডেশনের ইফতার ও মাস্ক বিতরণ আল-মানাহিল ফাউন্ডেশনের ইফতার ও মাস্ক বিতরণ

চট্টগ্রাম: আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ১ হাজার পথচারী ও সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়।

শনিবার (২৩ মে) এম এ আজিজ স্টেডিয়াম মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বক্তব্যে মেয়র বলেন, এই করোনা মাহামারীকালে আল- মানাহিল সমাজের জন্য বিরাট ভূমিকা পালন করে যাচ্ছে।

শুধু ইফতার বিতরণ নয়, করোনায় যারা মৃত্যুবরণ করছেন, তাদের দাফন করার যে কঠিন দায়িত্ব নিয়েছে, তা সমাজের জন্য বড় দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলী আব্বাস।

উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হেলাল উদ্দিন, জমির উদ্দিন, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক অহিদ সিরাজ স্বপন, আল-মানাহিল এর প্রধান নির্বাহী ফরিদ উদ্দিন, পরিচালক শিহাব উদ্দিন ও প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মে ২৪, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।