ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৬৬ জনের করোনা শনাক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৭, মে ২৪, ২০২০
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৬৬ জনের করোনা শনাক্ত প্রতীকী ছবি

চট্টগ্রাম: কক্সবাজার মেডিক্যাল কলেজ সহ চট্টগ্রামের তিনটি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৬৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।

শনিবার (২৩ মে) রাত পৌনে ১২টায় সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, ৪টি ল্যাবে মোট ৪৫১টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বিআইটিআইডিতে ২৪৬টি, চমেকে ১৪০টি, সিভাসুতে ৫০টি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজে ১৫টি নমুনা পরীক্ষা করা হয়।

তিনি আরও বলেন, সিভাসুতে নমুনা পরীক্ষায় কোন পজেটিভ শনাক্ত না হলেও অন্য তিন ল্যাবে মোট ১৬৬ জনের পজেটিভ শনাক্ত হয়েছে।

এরমধ্যে সবচেয়ে বেশি ৯৮ জন শনাক্ত হয়েছে চমেক হাসপাতালে। এছাড়া বিআইটিআইডিতে ৬২ জন এবং কক্সবাজার ল্যাবে ৬ জন শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৪৫ জন। এছাড়া মৃত্যুবরণ করেছেন ৫২ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫০ জন।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, মে ২৪, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।