ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

করোনার ভয় উপেক্ষা করে ঈদযাত্রায় মানুষের ভিড়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, মে ২৩, ২০২০
করোনার ভয় উপেক্ষা করে ঈদযাত্রায় মানুষের ভিড় করোনার ভয় উপেক্ষা করে ঈদযাত্রায় মানুষের ভিড়। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণের ভয় উপেক্ষা করে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে নগরের প্রবেশপথগুলোতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শনিবার (২৩ মে) সকাল থেকেই নগরের সিটি গেইট, শাহ আমানত সেতু (নতুন ব্রিজ), অক্সিজেন মোড়, কালুরঘাট সেতু এবং কাপ্তাই সড়কমুখে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে থাকে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের নির্বাহী আদেশে সব ধরণের গণপরিবহন চলাচল বন্ধ থাকায় এসব মানুষ ব্যক্তিগত প্রাইভেট কার, মাইক্রো, সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে নিজ নিজ বাড়ি যাচ্ছেন।

ভ্যানে করে ঈদযাত্রায় মানুষ।  ছবি: উজ্জ্বল ধর

গাড়ির সংখ্যা কম থাকায় নগরের আশপাশের এলাকা- আনোয়ারা, কর্ণফুলী, বোয়ালখালী, রাউজান, হাটহাজারী, সীতাকুণ্ডের অনেক বাসিন্দা পায়ে হেঁটে কিংবা ভ্যানে করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে।

প্রতিবছর ঈদের ছুটি শুরুর পর বাস টার্মিনাল, রেল স্টেশনে ঘরমুখো মানুষের ঢল নামলেও এবার সেটা নেই। সরকারি সিদ্ধান্তে রেল চলাচল এবং গণপরিবহন বন্ধ থাকায় নগরে বসবাস করা দূরের জেলার বাসিন্দারা নগরেই ঈদ উদযাপন করবেন।  

তবে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী জেলার অনেক বাসিন্দা বিকল্প ব্যবস্থায় নগর ছাড়ছেন। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে করোনা সংক্রমণের ভয় আর পথে পথে ভোগান্তি সহ্য করে ঈদ যাত্রায় বের হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ২৩, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।