ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

করোনায় আক্রান্ত সাংবাদিকের ঘরে পুলিশের উপহার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৬, মে ২২, ২০২০
করোনায় আক্রান্ত সাংবাদিকের ঘরে পুলিশের উপহার করোনায় আক্রান্ত সাংবাদিকের ঘরে পুলিশের উপহার।

চট্টগ্রাম: চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত সাংবাদিকদের মনোবল চাঙা রাখার জন্য 'ভালবাসার বাক্স'র মোড়কে ঈদ উপহার পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (২২ মে) করোনায় আক্রান্ত ৯ সাংবাদিকের পরিবারে এসব উপহার পাঠানো হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, এই দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের তথ্যের চাহিদা পূরণ করছেন সাংবাদিকরা।

আমাদের তথ্য জানাতে গিয়েই তারা আজ করোনায় আক্রান্ত। তাই ভালবাসার এসব মানুষদের জন্য এই ভালবাসার বাক্স।

চট্টগ্রামে এ পর্যন্ত ৯ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এসব পরিবার এখন লকডাউন অবস্থায় আছে। ঘরের মূল ব্যক্তি অসুস্থ এবং পুরো পরিবার অবরুদ্ধ থাকায় এসব পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, মে ২২, ২০২০
এসকে/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।