ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ব্যক্তিগত গাড়িতে যাত্রী পরিবহন, ৬ প্রাইভেট কার আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, মে ২২, ২০২০
ব্যক্তিগত গাড়িতে যাত্রী পরিবহন, ৬ প্রাইভেট কার আটক চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের সিটি গেইট এলাকায় অভিযান চালিয়ে ব্যক্তিগত গাড়িতে ভাড়ায় যাত্রী পরিবহনের দায়ে ৬টি প্রাইভেট কার ও ২টি মাইক্রো আটক করে জরিমানার পাশাপাশি আইনি ব্যবস্থা নিতে ট্রাফিক পুলিশকে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২২ মে) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রাম নগরে প্রবেশের দ্বার সিটি গেইট এলাকায় অভিযান পরিচালনা করে এই আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ব্যক্তিগত গাড়িতে ঈদ যাত্রায় সরকারের অনুমতিকে কাজে লাগিয়ে প্রাইভেট কার এবং মাইক্রো চালকরা বাড়তি ভাড়ায় যাত্রী পরিবহন করছিলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান।                                             <div class=

ছবি: বাংলানিউজ" src="https://www.banglanews24.com/media/imgAll/2020May/bg/to-bg220200522211350.jpg" style="margin:1px; width:100%" />

তিনি বলেন, অভিযান চালিয়ে ৬ প্রাইভেট কার ও ২ মাইক্রো চালককে হাতেনাতে ধরে জরিমানা করা হয়েছে। মালিককে আইনের আওতায় আনতে প্রাইভেট কার ও মাইক্রো আটক করে ট্রাফিক আইনে মামলা দায়ের করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলনে, পুলিশের চোখ ফাঁকি দিতে প্রথমে যাত্রীরা হেঁটে চেকপোস্ট পার হন। এরপর বাড়তি ভাড়ায় প্রাইভেট কার বা মাইক্রোতে উঠে গন্তব্যে যান।

‘সরকার ব্যক্তিগত গাড়িতে মালিক আর তার পরিবারকে চলাচলের অনুমতি দিয়েছে। এভাবে একেক জায়গার একেকজন যাত্রী গণপরিবহনের মতো যাতায়াত করলে করোনা সংক্রমণের সম্ভাবনা আছে। তাই আমরা জরিমানা করেছি। যাত্রীদের বাসায় ফেরত পাঠিয়েছি। ’

এদিকে স্বাস্থ্যবিধি না মেনে ইফতার বিক্রি করায় নগরের পাহাড়তলী এলাকার ‘কুটুম বাড়ি’ রেস্টুরেন্ট বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই কারণে প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ২২, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।