ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সদরঘাটে চলছে ঈদের কেনাকাটা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মে ২২, ২০২০
সদরঘাটে চলছে ঈদের কেনাকাটা ...

চট্টগ্রাম: নগরের সদরঘাটে শাহজাহান মার্কেটে চলছে ঈদ উপলক্ষে বিকিকিনি। কোনো রকমের নিরাপদ দূরত্ব ছাড়াই ক্রেতারা ঈদের কেনাকাটা করছেন।

শুক্রবার (২২ মে) দুপুর ১২টায় শাহজাহান মার্কেটে দেখা যায়, কাপড় ও কসমেটিকসের দোকানে ক্রেতার ভিড়। ক্রেতা-বিক্রেতার মধ্যে নিরাপদ দূরত্ব নেই।

অনেককে দেখা গেছে ছোট বাচ্চাদেরও নিয়ে এসেছেন শপিং করতে।

করোনার মধ্যেও ঈদের শপিংয়ের বিষয়ে জানতে চাইলে কেউ কথা বলতে রাজি হয়নি।

তবে কাপড়ের দোকানের কর্মচারী মো. রহিম উল্লাহ বাংলানিউজকে বলেন, প্রায় দুমাস দোকান বন্ধ ছিলো। পরিবার নিয়ে আর্থিক কষ্টে আছি। তাই বাধ্য হয়ে দোকান খুলেছি।

তিনি বলেন, ক্রেতাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলি, কিন্তু কে শুনে কার কথা? আসলে মার্কেটে নিরাপদ দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। তবে আমরা সবাই মাস্ক ব্যবহার করছি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ২২, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।