ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ, সুস্থ আছেন ফজলে করিম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৭, মে ২২, ২০২০
নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ, সুস্থ আছেন ফজলে করিম ফাইল ছবি

চট্টগ্রাম: নমুনা পরীক্ষায় রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর করোনা নেগেটিভ এসেছে।  

বৃহস্পতিবার (২২ মে) রাতে তার জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা উপসর্গ দেখা দেওয়ার পর বাবা আইসোলেশনে চলে যান।

আজ নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ এসেছে।

‘যেহেতু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ পরীক্ষায় ধরা পড়ে না, তাই তিনি এখনও শঙ্কামুক্ত নন।

ফারাজ করিম চৌধুরী জানান, বাবা আইসোলেশনে সুস্থ আছেন। যারা তার শারীরিক খবর নিয়েছেন তাদের প্রতি, রাউজানবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মে ২২, ২০২০
এমআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।