ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
চট্টগ্রামে চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ৩ প্রতীকী ছবি

চট্টগ্রাম: বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৩ জন সহ মোট ৪ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন।

চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে একজন নগরের লালখান বাজার এলাকার, একজন বালুছড়া এলাকার এবং অন্যজন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

বুধবার (২২ এপ্রিল) রাত ১১ টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩ জন চট্টগ্রাম জেলার এবং ১ জন লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।

বিআইটিআইডিতে এখন পর্যন্ত সর্বমোট ১ হাজার ৮৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ৪৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।