ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুপুরে সন্ধ্যার আঁধার চট্টগ্রামে, বজ্রসহ বৃষ্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
দুপুরে সন্ধ্যার আঁধার চট্টগ্রামে, বজ্রসহ বৃষ্টি

চট্টগ্রাম: ভরদুপুরে যেন সন্ধ্যার আঁধারে নেমেছে। দমকা হাওয়াসহ বজ্রপাত। ঝরে গেছে অনেক গাছের কচি আম। ভেঙে পড়েছে গাছের ডাল। 

থেমে থেমে বৃষ্টিতে দুর্ভোগের মধ্যে বাজার করতে রিকশা, ভ্যান নিয়ে বেরিয়েছিলেন নিম্নআয়ের মানুষ। দু-একটি গাড়ি যে চলছে সড়কে, তাও হেডলাইট জ্বালিয়ে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সোয়া ১১টা থেকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের চিত্র এমনই।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী মাহমুদুল আলম বাংলানিউজকে বলেন, সমুদ্রবন্দর বা নদী বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই।

কালবৈশেখী ঝড় ও বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। কিছু সময় পর এটি আবার স্বাভাবিক হয়ে যাবে।

প্যারেড কর্নারে বাজার সেরে হেঁটে ফিরছিলেন আজিজুল ইসলাম। তিনি জানান, সকালে আকাশ পরিষ্কার ছিলো। হঠাৎ কালো মেঘে ছেয়ে গেলো। তারপর ঝুম বৃষ্টি। সেই বৃষ্টিতে ভিজে জবুথবু হলাম।

তিনি জানান, বৃষ্টিতে অনেকের ক্ষতি হলেও বড় লাভ হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে রাখা যাবে। সড়কের আবর্জনাও ধুয়ে মুছে যাবে।

এদিকে প্রবর্তক মোড়, আগ্রাবাদ, বাকলিয়া, চকবাজার, মুরাদপুর, চাক্তাই খাল এলাকাসহ নগরের নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার উদ্বেগ দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।