ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহরম হোসাইনের উপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
মহরম হোসাইনের উপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ১ গ্রেফতার আসামি নওশাদ আলী খান

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন বক্মিরহাট এলাকায় ক্রেতার নিকট পণ্যের অতিরিক্ত মূল্য দাবির প্রতিবাদ করায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইনের (৩৪) উপর হামলার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জেল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির নাম নওশাদ আলী খান (৬৫)।

এর আগে ঘটনার দিন পুলিশ স্বপন কুমার সাহা (৫২) নামে একজনকে গ্রেফতার করেছিল। তিনি বক্মিরহাট এলাকায় দয়াল পাশারি ভান্ডারের মালিক।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, মুহাম্মদ মহরম হোসাইনের উপর হামলার ঘটনায় নওশাদ আলী খান নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

হামলার শিকার সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন এজাহারে উল্লেখ করেছেন- মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মশলা কিনতে বক্মিরহাটের দয়াল পাশারি ভান্ডারে যান। এ সময় আরেক ক্রেতা সেখানে মশলা কিনতে আসেন। দোকানের মালিক মশলার অতিরিক্ত মূল্য দাবি করলে ওই ক্রেতাসহ তিনিও প্রতিবাদ করেন। এসময় দোকানের মালিক স্বপন কুমার সাহাসহ অন্যরা তাকে গালিগালাজ করে মারধর করেন।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।