ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবার টাকা লেনদেন নিয়ে ছুরিকাঘাতে খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
ইয়াবার টাকা লেনদেন নিয়ে ছুরিকাঘাতে খুন

চট্টগ্রাম: নজরুল ইসলাম (৩০) ও এমরান হোসেন (৫০)। বয়সের পার্থক্য থাকলেও দুইজনের খুব ভাব। ইয়াবায় আসক্ত দুইজনের মধ্যে ইয়াবার টাকা নিয়ে লেনদেন ছিল। সেই পাওনা টাকা নিয়ে ঝগড়ার একপর্যায়ে এমরান হোসেন ছুরিকাঘাত করে নজরুল ইসলামকে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান নজরুল।

পুলিশ এ ঘটনায় অভিযুক্ত এমরান হোসেনকে গ্রেফতার করেছে। শুক্রবার (১০ এপ্রিল) ভোরে বায়েজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এমরান হোসেন নগরের কোতোয়ালী থানাধীন এনায়েতবাজার এলাকার দেলোয়ার হোসেনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের শিকার নজরুল ইসলাম হাটহাজারী উপজেলার সরকারহাট এলাকার সালেহ আহমদের ছেলে।

নিহত নজরুল ইসলাম ও অভিযুক্ত এমরান হোসেন দুইজনই বায়েজিদের বালুচড়া এলাকায় বসবাস করেন বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে নজরুল ইসলাম ও এমরান হোসেনের মধ্যে ইয়াবার টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। ঝগড়ার এক পর্যায়ে এমরান হোসেন নজরুল ইসলামেক ছুরিকাঘাত করে।

চট্টগ্রাম মেটোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার দুপুরে ছুরিকাঘাতে নজরুল ইসলাম নিহত হয়েছিল। এ ঘটনায় মামলা দায়েরের পর হত্যার সঙ্গে জড়িত এমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।