ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক ‘লকডাউন’ করে চাঁদাবাজি, ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২০
সড়ক ‘লকডাউন’ করে চাঁদাবাজি, ২০ হাজার টাকা জরিমানা সড়ক ‘লকডাউন’ করে চাঁদাবাজি। ছবিঃ বাংলানিউজ

চট্টগ্রামঃ হাটহাজারীর চৌধুরী হাট এলাকায় লকডাউনের নামে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে চাঁদাবাজির দায়ে ২ জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) চৌধুরী হাট রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

ইউএনও মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, লকডাউনের নামে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে চাঁদাবাজি করছিলেন দুই যুবক। ওই সড়ক দিয়ে যাতায়াত করা খাদ্য পণ্যের একটি গাড়ি থেকেও তারা ২০০ টাকা চাঁদা আদায় করে।

চাঁদা না দিলে এলাকার নিরাপত্তার অযুহাতে গাড়ি আটকে দেয়।

তিনি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। লকডাউনের নামে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে চাঁদাবাজির প্রমাণ পাওয়ায় ওই দুই যুবককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়ঃ ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।