ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনায় আক্রান্ত কর্মকর্তার ৫ সহকর্মী কোয়ারেন্টিনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২০
করোনায় আক্রান্ত কর্মকর্তার ৫ সহকর্মী কোয়ারেন্টিনে চট্টগ্রামের ম্যাপ।

চট্টগ্রাম: নগরের সাগরিকা এলাকায় এক গার্মেন্ট কর্মকর্তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তের পর তার ৫ সহকর্মীকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছে পুলিশ।

বুধবার (০৯ এপ্রিল) চট্টগ্রামে যে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন তাদের মধ্যে ওই গার্মেন্ট কর্মকর্তা একজন।

আক্রান্ত ওই ব্যক্তি উত্তর কাট্টলী এলাকার একটি গার্মেন্ট এর অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল অফিসার।

তার বাসা পাহাড়তলীর সাগরিকা এলাকায়।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী বাংলানিউজকে বলেন, যে কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন তিনি ওই গার্মেন্ট এর একজন কমার্শিয়াল অফিসার।

তার ৫ সহকর্মীকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

তিনি বলেন, যদিও ওই গার্মেন্ট এ হাজারের ওপরে শ্রমিক কাজ করেন। তবে সবার সঙ্গে তিনি কাজ করেন না- ফলে তাদের সবার সংস্পর্শে আসার সুযোগ কম।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।