ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গোডাউন থেকে ২১ বস্তা সরকারি চাল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
গোডাউন থেকে ২১ বস্তা সরকারি চাল উদ্ধার পুলিশের অভিযানে সরকারি চাল জব্দ

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানাধীন ঈদগাহ এলাকায় একটি গোডাউন থেকে বিক্রয় নিষিদ্ধ ২১ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় সরকারি চালের দেড় হাজার খালি বস্তা পাওয়া যায় ওই গোডাউনে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ঈদগাহ কাঁচা রাস্তার মাথা এলাকার বিসিক গোড়াউনে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

তবে গোডাউনটি পাহাড়তলী বাজারের ফারুক ট্রেডার্সের বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) শ্রীমা চাকমা।

এ সময় ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জহির হোসেন সঙ্গে ছিলেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বাংলানিউজকে বলেন, ঈদগাহ এলাকার মুনমুন কমিউনিটি সেন্টারের পাশে ফারুক ট্রেডার্সের  গোডাউন থেকে ২১ বস্তা বিক্রয় নিষিদ্ধ সরকারি চাল উদ্ধার করা হয়েছে। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৬৩০ কেজি চাল ছিল। এ সময় সরকারি চালের দেড় হাজার খালি বস্তা পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।