ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনার ঝুঁকির মধ্যেও কাজ করছেন রেলের ১৯৮ স্টেশন মাস্টার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
করোনার ঝুঁকির মধ্যেও কাজ করছেন রেলের ১৯৮ স্টেশন মাস্টার

চট্টগ্রাম: যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকলেও মালবাহী ট্রেন চলাচল করছে সারাদেশে। এ বিভাগে রেলওয়ের পূর্বাঞ্চলে ২৭৬ জনের মধ্যে ১৯৮ জন স্টেশন মাস্টার কাজ করছেন। করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপত্তার উপকরণ এখনও পায়নি অধিকাংশ স্টেশন মাস্টার। এতেই করোনার ঝুঁকির মধ্যে রয়েছেন তারা। 

পরিবহন সূত্র জানায়, পূর্বাঞ্চলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, পাহাড়তলী রেলওয়ে স্টেশন, ঝাউতলা, ষোলশহর , জানালী হাট, গোমদন্ডী, বেঙ্গুরা, ধলঘাট, খানমোহনা, পটিয়া, দোহাজারী, হাটহাজারী, সিলেট, শ্রীমঙ্গল, কুলাউড়া ও হবিগঞ্জ রেলওয়ে স্টেশনসহ অারও কয়েকটি স্টেশনে ২৭৬ জন স্টেশন মাস্টারের মধ্যে ১৯৮জন কাজ করছেন।  

করোনা ভাইরাসের মধ্যেও তারা প্রতিদিন অাগের মতোই দায়িত্ব পালন করছেন।

কিন্তু রেলওয়ের পক্ষ থেকে এখনও সবাইকে করোনা প্রতিরোধে নিরাপত্তার উপকরণ দেওয়া হয়নি। এতে অনেকের মধ্যে ক্ষোভ দেখা গেছে।
 

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্টেশন মাস্টার বাংলানিউজকে বলেন, প্রতিদিনই অাগের মতোই দায়িত্ব পালন করছি। কিন্তু রেলওয়ের পক্ষ থেকে এখনও করোনার নিরাপত্তার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং পিপিই দেওয়া হয়নি। এতে অামরা ঝুঁকির মধ্যে অাছি।  

রেলওয়ের পূর্বাঞ্চলের পরিবহন বিভাগের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ১৯৮জনের মধ্যে ৭০ জনকে নিরাপত্তার উপকরণ দেওয়া হয়েছে। বাকিদেরও দেওয়া হবে। রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন অাহমেদ বাংলানিউজকে বলেন, নিরাপত্তার উপকরণগুলো স্টেশন মাস্টাররা ব্যক্তিগতভাবে কিনে নিতে পারেন। অামি নিজেও কিনেছি।  

কয়েকজন স্টেশন মাস্টারের পিপিই দাবির বিষয়ে তিনি বলেন, পিপিইতো চিকিৎসকদের জন্য, তারা পিপিই পড়ে কি করবেন? 

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০ 
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।