ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়াতে নওফেলের 'জরুরি সেবা' চালু 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়াতে নওফেলের 'জরুরি সেবা' চালু 

চট্টগ্রাম: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পরতে শুরু করেছে বাংলাদেশে। রাষ্ট্রীয় সিদ্ধান্তে সরকারি ছুটি ঘোষণা হওয়ার পর স্বাভাবিকভাবে কর্মহীন হয়ে পড়ছে মানুষ।

চট্টগ্রাম মহানগরে এমন কর্মহীন গরিব-অসহায়-দুঃস্থ মানুষের কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা সরকারি বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠান পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও করোনা দুর্যোগের এ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।  

চট্টগ্রাম সংসদীয় ৯ আসনের সংসদ সদস্য ও বর্তমান সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল করোনা দুর্যোগ শুরু হওয়ার পর থেকে নগরজুড়ে ত্রাণ সহায়তা করে আসছেন।

এবার চট্টগ্রাম মহানগরীর মধ্যবিত্ত পরিবারগুলোর সমস্যার কথা বিবেচনা করে সবার অগোচরে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ‘জরুরি সেবা’ নাম্বার চালু করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।  

করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জনসমাগমকে নিরুৎসাহিত করতে ব্যবসা-বাণিজ্যসহ অর্থ উপার্জনকারী প্রতিষ্ঠানগুলো প্রায় অনেকটা স্থবির।

অগোচরে সমাজের অনেক মধ্যবিত্ত পরিবার অর্থ কষ্টে ভুগলেও পারিবারিক ও সামাজিক মান সম্মানের বিষয়টি চিন্তা করে তারা সাহায্য নিতে দ্বিধা করেন। তাদের এ আত্মসম্মানবোধের কথা বিবেচনায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মধ্যবিত্ত পরিবারের জন্য এ জরুরি সেবা চালু করেছেন। মধ্যবিত্ত পরিবারের সম্মানিত সদস্যদের প্রয়োজনে জরুরি সেবা নাম্বার ০১৩১৮৩২৬০১৬ তে ফোন করতে অনুরোধ জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।  

বিশেষ দ্রষ্টব্য: জরুরি সেবা গ্রহণকারীদের পরিচয় গোপন রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।