ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অসহায়ের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে ‘শিকড়’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
অসহায়ের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে ‘শিকড়’ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: করোনার কারনে অসহায় অবস্থায় থাকা দিনমজুর, রিকশাচালক, সিএনজি অটোরিকশা চালক, নিম্ন আয়ের মানুষের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে সামাজিক সংগঠন ‘শিকড় যুব একতা সংঘ’।

নগরের বাদুরতলা এলাকায় বসবাস করা ৪০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

স্থানীয় মো. ইদ্রিস মিয়ার সহযোগিতায় শিকড় যুব একতা সংঘের সদস্যরা মানুষের বাসায় বাসায় এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম লিংকন বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা। বাদুরতলা এলাকার ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

অসহায় মানুষদের বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে সংগঠনের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।