ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পথশিশুদের মাঝে ছাত্রলীগ নেতার খাবার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
পথশিশুদের মাঝে ছাত্রলীগ নেতার খাবার বিতরণ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরীর মুরাদপুর, ২ নম্বর গেইট ও ষোলশহর রেল স্টেশনসহ আশপাশের এলাকাগুলোর ৩০০ পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে প্রতিদিন রান্না করে খাবার বিতরণ করছেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন পারভেজ।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সব ধরনের সামাজিক কার্যক্রম বন্ধের পাশাপাশি অবাধে বেড়ানো নিষিদ্ধ করেছে প্রশাসন। আর এতে বিপাকে পড়েছে হোটেলের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকা ছিন্নমূল শিশুরা।

ষোলশহর রেল স্টেশন, ২ নম্বর গেইট, মুরাদপুর সহ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় রয়েছে পথশিশুদের অবাধ ঘোরাফেরা।

রাত হলে রাস্তার ধারে ঘুমিয়ে থাকা পথশিশুদের পাশে দাঁড়াবার কেউ নেই।

হোটেল ও দোকান বন্ধ থাকায় জুটছেনা একমুঠো খাবার। খেতে না পেয়ে অনেকেই পড়ে আছে দুর্বল হয়ে রাস্তার ধারে। জীবনটা আর চলছেনা যেন ওদের। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য পথশিশুদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এই ছাত্রনেতা।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।