bangla news

এক প্রাইভেটকারে আট যাত্রী!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-০৭ ১০:০৯:৫৮ পিএম
আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান

আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান

চট্টগ্রাম: লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে নগরজুড়ে প্রশাসন, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের মধ্যে একটি প্রাইভেট কারে গাদাগাদি করে আটজন বসায় তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে নগরের খুলশী থানার ওমর গণি এম ই এস কলেজের সামনে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

তিনি বাংলানিউজকে জানান, সামাজিক দূরত্ব বজায় না রেখে সুপারশপ শপিং ব্যাগের ৭ জন কর্মী ড্রাইভার নিয়ে একটি প্রাইভেট কারে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছিলেন। 

সামাজিক দূরত্ব বজায় না রেখে বিপদজনকভাবে যাতায়াত করায় সুপারশপ শপিং ব্যাগের পরিচালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
     
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এমআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-07 22:09:58